99.The Earthquake

  1. যখন প্ৰবল কম্পনে যমীন প্ৰকম্পিত করা হবে [১]
  2. আর যমীন তার ভার বের করে দেবে [১]
  3. আর মানুষ বলবে, ‘এর কী হল [১]?’
  4. সেদিন যমীন তার বৃত্তান্ত বৰ্ণনা করবে [১]
  5. কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন
  6. সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে [১], যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায় [২]
  7. কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে [১]।
  8. আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে [১]।