97.The Power, Fate

  1. নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি [১] ‘লাইলাতুল কদরে’ [২]
  2. আর আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল-কদর’ কী
  3. ‘লাইলাতুল-কদর’ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ [১]।
  4. সে রাতে ফিরিশ্তাগণ ও রূহ্ নাযিল হয় [১] তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত [২] নিয়ে।
  5. শান্তিময় [১] সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত [২]।