96.The Clot

  1. পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন [১] –
  2. সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে [১]।
  3. পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত [১]
  4. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন [১] –
  5. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না [১]।
  6. বাস্তবেই [১], মানুষ সীমালঙ্ঘনই করে থাকে
  7. কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে [১]।
  8. নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া [১]।
  9. আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়
  10. এক বান্দাকে [১]- যখন তিনি সালাত আদায় করেন।
  11. আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন
  12. অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়)
  13. আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়
  14. সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন [১]
  15. কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে [১]
  16. মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।
  17. অতএব সে তার পারিষদকে ডেকে আনুক
  18. শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে [১]।
  19. কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন [১]।