95.The Fig

  1. শপথ ‘তীন’ ও ‘যায়তুন” [১] – এর
  2. শপথ ‘তুরে সীনীন’ [১]-এর
  3. শপথ এই নিরাপদ নগরীর [১]
  4. অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে [১]
  5. তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি – [১]
  6. কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার [১]।
  7. কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিন সম্পর্কে অবিশ্বাসী করে [১]
  8. আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন [১]