94.The Consolation

  1. আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি [১]
  2. আর আমরা অপসারণ করেছি আপনার ভার
  3. যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল [১]।
  4. আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি [১]।
  5. সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে
  6. নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে [১]।
  7. অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন
  8. আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন [১]।