90.The City

  1. আমি [১] শপথ করছি এ নগরের [২]
  2. আর আপনি এ নগরের অধিবাসী [১]
  3. শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে [১]।
  4. নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে [১]।
  5. সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না
  6. সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি [১]।’
  7. সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি
  8. আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ
  9. আর জিহ্বা ও দুই ঠোঁট
  10. আর আমরা তাকে দেখিয়েছি [১] দু’টি পথ [২]।
  11. তবে সে তো বন্ধুর গিরিপথে [১] প্রবেশ করেনি।
  12. আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী
  13. এটা হচ্ছে: দাসমুক্তি [১]
  14. অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান [১]—
  15. ইয়াতীম আত্মীয়কে [১]
  16. অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে
  17. তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের [১]
  18. তারাই সৌভাগ্যশালী।
  19. আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।
  20. তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।