84.The Splitting Open

  1. যখন আকাশ বিদীর্ণ হবে [১]
  2. আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]।
  3. আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]।
  4. আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১]
  5. এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]।
  6. হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]।
  7. অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে
  8. তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]
  9. এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে
  10. আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে
  11. সে অবশ্যই তার ধ্বংস ডাকবে
  12. এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে
  13. নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল
  14. সে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না [১]
  15. হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।
  16. অতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের
  17. আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার
  18. এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়
  19. অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]।
  20. অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না
  21. আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না [১]
  22. বরং কাফিররা মিথ্যারোপ করে।
  23. আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।
  24. কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন
  25. কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।