82.The Cleaving

  1. যখন আসমান বিদীর্ণ হবে
  2. আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে
  3. আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে
  4. আর যখন কবরসমূহ উন্মোচিত হবে
  5. তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে [১]।
  6. হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল
  7. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন [১]
  8. যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন [১]।
  9. কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক [১]
  10. আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল
  11. সম্মানিত লেখকবৃন্দ
  12. তারা জানে তোমরা যা কর [১]।
  13. পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো [১]
  14. আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে [১]
  15. তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে
  16. আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না [১]।
  17. আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী
  18. তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী
  19. সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর [১]।