105.The Elephant

  1. আপনি কি দেখেন নি [১] আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন
  2. তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি
  3. আর [১] তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান [২]
  4. যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে [১]।
  5. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন [১]।