101.The Calamity

  1. ভীতিপ্ৰদ মহা বিপদ [১]
  2. ভীতিপ্ৰদ মহা বিপদ কী
  3. আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে
  4. সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত [১]
  5. আর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত [১]।
  6. অতঃপর যার পাল্লাসমূহ [১] ভারী হবে [২]
  7. সে তো থাকবে সন্তোষজনক জীবনে।
  8. আর যার পাল্লাসমূহ হাল্কা হবে [১]
  9. তার স্থান হবে ‘হাওয়িয়াহ্’ [১]।
  10. আর আপনাকে কিসে জানাবে সেটা কী
  11. অত্যন্ত উত্তপ্ত আগুন [১]।