100.The Chargers

  1. শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির [১]
  2. অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে [১]
  3. অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে [১]
  4. ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে [১]
  5. অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে [১]।
  6. নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ [১]
  7. আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী [১]
  8. আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল [১]।
  9. তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে
  10. আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে [১]
  11. নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত [১]।